আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার জানিয়েছেন, এ সার্ভিস শুধু মহানগর এলাকার বাসিন্দারা পাবেন।
ফারজানা আক্তার বলেন, ভোটাররা এসএমএস সার্ভিসের সুবিধাটি শনিবার দুপুর একটার পর থেকে পাবেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন।
যেভাবে এসএমএস করবেন-
যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে এ গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এর স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি) নম্বর লিখতে হবে।
কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে বলেও জানান ফারজানা।
কেপি