রাত পোহালেই ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুত সারাদেশের ভোটকেন্দ্র। ভোট দেবেন দেশের ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ভোটার। দেশের কয়েকজন শীর্ষ আলেম, রাজনীতিবিদ ও লেখক কে কোথায় ভোট দেবেন সে খোঁজ নিয়েছেন হাসান আল মাহমুদ।
দেশের শীর্ষ আলেমে দীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী হাটহাজারীর ভোটার। হাটহাজারী মাদরাসার পাশেই পার্বতী স্কুলে এ এলাকার ভোট কেন্দ্র।
আল্লামা আহমদ শফী বর্তমানে হাটহাজারী মাদরাসাতেই অবস্থান করছেন। তবে শারিরিকভাবে অসুস্থ থাকায় তিনি ভোট দিতে যাবেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারীর সহকারী মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ভোট দেবেন নিজ গ্রামের বাবুনগর মাদরাসা কেন্দ্রে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ভোট দেবেন নিজের মাদরাসার কেন্দ্রে।
জানা যায়, তার পরিচালিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা সে এলাকার ভোট কেন্দ্র। আল্লামা নূর হোসাইন কাসেমী সে এলাকার ভোটার। তাই এখানেই সুবিধাজনক সময়ে তিনি ভোট দেবেন।
ইসলামী আন্দোলন বাংলােদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আওয়ার ইসলাম টোয়েন্টফোর ডটকমকে জানান, তিনি তার নির্বাচনী এলাকার বিশ্বাসের হাট কেন্দ্রে নিজের ভোট দেবেন।
এবার নির্বাচনে তিনি বরিশাল ৫ ও ঝালকাঠি ২ আসনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আগে ব্যাপক প্রচার প্রচারণায়ও দেখা গেছে তাকে। নেতা কর্মীগণ আশা করছেন সুষ্টু ভোট হলে তিনি বিজয়ী হবেন।
কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল আল্লামা আযহার আলী আনোয়ার শাহ জানান, তিনি সদরের নিজ এলাকার আখরাবাজার কেন্দ্রে নিজের ভোট দেবেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামীর বাড়ি নরসিংদী। আওয়ার ইসলামকে জানান, তিনি নরসিংদী জেলার শিবপুর থানার সৈয়দনগর কেন্দ্রে ভোট দেবেন।
ইসলামী ঐক্যজোট থেকে মিনার প্রতীকে তার নির্বাচন করার কথা থাকলেও সঠিক সময়ে মনোনয়ন জমা দিতে পারেননি এমন অভিযোগ রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন পত্র বাতিল করে দেয়। ফলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারেননি।
বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ মাওলানা উবায়দুর রহমান খান ভোট দেবেন কিশোরগঞ্জে।
আওয়ার ইসলামকে তিনি জানান, কিশোরগঞ্জ সদরে নিজের বাসার পাশে ইসলামিয়া বোর্ডিং সেন্টার কেন্দ্রে ভোট দেবেন।
এদিকে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ ভোট দেবেন ঢাকার ভাটারার কুড়াতলি স্কুল কেন্দ্রে।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ২০ দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন হবিগঞ্জ ৪ আসন থেকে।
তিনি ভোট দেবেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের রাজাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
সিনিয়র সাংবাদিক, গবেষক এবং মিরপুর দারুর রাশাদ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী ঢাকার মিরপুরের ভোটার। দারুর রাশাদ মাদরাসার পাশে রশিদ আদর্শ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেবেন।
খেলাফত যুব মজলিসের সভাপতি, জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক ঢাকার আজিমপুর এলাকার ভোটার।
তিনি আওয়ার ইসলামকে জানান, ঢাকার আজিমপুর এলাকার নিজের বাসার পাশের কেন্দ্রে ভোট দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ নিজ এলাকা খুলনা ৪ থেকে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন।
তিনি জানান, সকাল সকাল খুলনা জেলার রূপসা উপজেলার জল্লাশয় গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেবেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রাম জেলার পটিয়া থানার ভোটার।
আওয়ার ইসলামকে তিনি জানান, পটিয়া সদরের উত্তর হরিণখাইন প্রাইমারী স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে শীর্ষ উলামাগণ আগামীকাল সারাদেশে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে আশা প্রকাশ করেন।
তারা আইনশৃঙ্খলাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের ভোট আমানত হিসেবে সঠিকভাবে প্রয়োগ করতে তারা যেন সহায়তা করেন।
আরআর