আওয়ার ইসলাম: শশুরের এলকায় গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিএনপির গায়ে মানুষ পোড়া গন্ধ। আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে মারে তাদের বাংলার মাটিতে স্থান হবে না। তারা দানব। তাদের ভোট দিবেন না।
আজ রোববার রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আরো বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন। অসমাপ্ত কাজগুলো যেন শেষ করতে পারি। আবার যেন আপনাদের সেবা করতে পারি। এটাই সবার কাছে আমার আবেদন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।
প্রধানমন্ত্রী বলেন, এ এলাকার উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছি। এই কাজগুলো শেষ করতে চাই। আমার একটাই লক্ষ্য, আপনারা ভালো থাকবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন, আমাদের প্রার্থীকে ভোট দিবেন। আমরা যেন আপনাদের সেবা করতে পারি। তাই আমরা নৌকা মার্কায় ভোট চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ২০২১ সালে মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। কোনও ঘর অন্ধকার থাকবে না। সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন করছি। ইপিজেড করে দিয়েছি। ইকোনোমিক জোন করে দিচ্ছি।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাবারের ব্যবস্থা করেছি। কোনও মানুষ গৃহহারা থাকবে না। বিনা পয়সায় মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি।
এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, আপনাদের কাছে প্রার্থীদের তুলে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা তাদের জয়ী করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
-এটি