বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বিএনপির নির্বাচনী ক্যাম্পে গুলি, মাদরাসাছাত্রীসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্প লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তদের গুলিতে মাহিয়া (৮) নামে এক মাদরাসাছাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

শনিবার দুপুরে শিবপুর কলেজ গেইট ধীমান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিয়া শিবপুরের এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

হামলাকারীরা এ সময় দলীয় কার্যালয়সহ একটি প্রাডো জিপসহ ছয়টি গাড়ি ও ২০ টি মোটরসাইকলে ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহী শতাধিক নেতাকর্মী ও গাড়ি বহর নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন করতে যান।

নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন শেষে নেতাকর্মীরা নির্বাচনী সভা করছিল। এ সময় চারটি মাইক্রোবাস করে মুখোশ পড়া ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত হঠাৎ স্বশস্ত্র হামলা চালায়।

ঘটনার প্রতক্ষদর্শী ও আহত পথচারী এমএ সিদ্দিত কাঞ্চন গণমাধ্যমকে বলেন, আমরা রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম। প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হঠাৎ বৃষ্টির মতো গুলি শুরু করে মোখোশদারী একদল যুবক।

মুড়ির মতো করে গাড়ি ও হোন্ডা ভাঙচুর করছিল। মানুষ দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা চালায়। এ সময় মাদরাসার ভেতরে থাকা এক ছাত্রী গুলিবিদ্ধ হয়।’

শিবপুর দারুল উলুম ইসলাময়িা মহিলা মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মদ তছলিম উদ্দনি বলেন, গুলাগুলির সময় মাহিয়া শ্রেণিকক্ষের বারান্দায় ছিল। সে এক শ্রেণিকক্ষ থেকে বারান্দা দিয়ে অপর শ্রেণিকক্ষে যাচ্ছিল। যাওয়ার সময় সে গুলবিদ্ধি হয়।

বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী জানান, পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী শনিবার দিনভর শিবপুরের মাছিমপুর ইউনিয়নে গনসংযোগ ও প্রচারণায় যাচ্ছিলাম। হঠাৎ থানা পুলিশ বলল সেখানে আওয়ামী লীগ প্রার্থী প্রচারণা চালাবে।

বিএনপি নেতারা সেখানে যাওয়া যাবে না। পরে আমার মাছিমপুরের প্রচার বাতিল করে দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা করছিলাম। হঠাৎ আমাদের ওপর হামলা। আমরা যতই সংঘাত এড়িয়ে চলি। তারা ততবেশি আমাদের ওপর হামলা চালাচ্ছে।

হামলার বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ