আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদের জেরে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মাত্র একদিনের মাথায় স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যাটিস এ ঘোষণা দিলেন।
এদিকে, এক টুইটার বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ম্যাটিস আর তার প্রশাসনে থাকছেন না। ফেব্রুয়ারির শেষে ম্যাটিস চলে যাচ্ছেন।
টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ম্যাটিস যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তার বিনিময়ে ‘ভাগ আদায়ের’ ব্যাপারে আমাকে সহায়তা করেছেন। তবে ওই বার্তায় নতুন করে কোনো প্রতিরক্ষামন্ত্রীর নাম এখনো ঘোষণা করেননি ট্রাম্প।
জিম ম্যাটিস তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ‘আমার মনে হয়, সরে যাওয়ার জন্য এটাই আমার সবচেয়ে ভালো সময়। একজন প্রতিরক্ষা সচিব রাখার অধিকার আপনার আছে, যার সঙ্গে আপনার মতামত মিলবে।’
ম্যাটিসের পদত্যাগের খবরে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য ও দেশের সেবায় তার অবদানের জন্য আমাদের গর্ব করা উচিত।
লিন্ডসে আরো বলেন, ম্যাটিস কয়েক দশক ধরে ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন এবং এ বিষয়ে ট্রাম্পকে নানা রকম সামরিক পরামর্শও দিয়েছিলেন।
রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের বিশৃঙ্খলার মধ্যেও স্থির বুদ্ধিমত্তার দ্বীপ ছিলেন ম্যাটিস।
২০১৭ সালের ২০ জানুয়ারি আমেরিকার ২৬তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান জিম ম্যাটিস। ওয়াশিংটনের রিচল্যান্ডের অধিবাসী ম্যাটিস ১৮ বছর বয়সেই মার্কিন নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক পাসের পর তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হন।
চার দশকের সৈনিক জীবনে জিম ম্যাটিস ইরাক, আফগানিস্তান ছাড়াও বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন। সূত্র- বিবিসি ও আল-জাজিরা।
কেপি