আওয়ার ইসলাম: মুসলিম ও ফিলিস্তিনি বিরোধী পোস্ট করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর ফেসবুক একাউন্ট ২৪ ঘণ্টার জন্য ব্লক করা হয়েছিল। খবর বিবিস
জানা যায়, এক ফিলিস্তিনের হাতে দুই ইসরায়েলি সৈন্য নিহতের প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার তার করা একটি পোস্ট মুছে দেয় ফেসবুক।
তিনি ওই পোস্টে লিখেছিলেন, সব মুসলিম যেন ইসরায়েল থেকে চলে যায়।
ফেসবুক ২৪ ঘণ্টা তাকে ব্লক করার বিষয়টিকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন ইয়াইর নেতানিয়াহু। তিনি ফেসবুককে ‘চিন্তা-ভাবনার পুলিশ’ বলে উল্লেখ করেন।
তার জবাব দিতে গিয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ইয়াইরের পোস্টগুলো ঘৃণ্য বক্তব্যের মধ্যে পড়ে এবং এগুলোতে ফেসবুকের স্ট্যান্ডার্ড লঙ্ঘিত হয়েছে। তাই তার পোস্টগুলো আমারদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলা হয়েছে।
তিনি বলেন, এই ধরনের সব পোস্টই মুছে ফেলা হবে। ফেসবুক তার নীতিতে অটল থাকবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মাহবুব তালুকদার
আরআর