আওয়ার ইসলাম: নির্বাচন উপলক্ষে আজ রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকারি একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে শুরু হবে রোডমার্চ।
এ রোডমার্চে নেতৃত্ব দেবন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এছাড়াও ঐক্যফ্রন্টসহ বিএনপির নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
নেতারা জানান, এ রোডমার্চ ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত গিয়ে শেষ হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, রোডমার্চের প্রথম পথসভা হবে টঙ্গীতে। দুপুর ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকারি একাডেমি মাঠ থেকে এটি শুরু হবে। এরপরে গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুরে এই পথসভা শেষ হবে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। একই দিনে বিকাল ৩টায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় র্যালি করা হবে।
১৭ ডিসেম্বর (সোমবার) ঘোষণা করা হবে তাদের ইশতেহার। এতে দেশবাসীর প্রতি মুক্তি ও কল্যাণের আহ্বান করা হবে।
আরআর