আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই বিভক্ত আদেশ দেন।
দুই বিচারকের বেঞ্চে বিভক্ত আদেশের বিষয়টি এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। এরপরই তিনি এটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মঙ্গলবার এই মামলার আদেশের দিন হাইকেোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক খালেদা জিয়োর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত কেন স্থগিত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিতের আদেশও দেন তিনি।
এদিকে, একই বেঞ্চের কনিষ্ঠ বিচারক জ্যেষ্ঠ বিচারপতির সাথে দ্বিমত পোষণ করে আবেদনটি খারিজ করে দেন।
কেপি