মঈনুদ্দীন খান তানভীর
‘ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়’- স্লোগানটি বিএনপির ভাইদের মুখে প্রায়শই শোনা যায়। স্লোগানটি সুন্দর, মুখরোচক।
কিন্তু জোটের বৃহত্তর স্বার্থে কয়েকটি আসনে শরীক দলের আলেম প্রার্থীকে মনোনয়ন দিলে যেরকম অশোভন প্রতিক্রিয়া তারা দেখাচ্ছেন। প্রার্থীকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করছেন, প্রতিবাদে দলে দলে পদত্যাগ করছেন।
সন্দেহ হয়, স্লোগানটি তারা নিজেরাই বিশ্বাস করেন তো?
আশ্চর্যের ব্যাপার হলো- নিয়মতান্ত্রিক কোনো কাজ নেই, বেশিরভাগ জেলাতে কমিটিই নেই, জনগণের সাথে নূন্যতম কোনো সম্পৃক্ততা নেই, গণবিচ্ছিন্ন, প্যাডস্বর্বস, বিবৃতিনির্ভর দলগুলোকে দলের নিশ্চিত আসনগুলো ছেড়ে দিলেও ওদের কোনো গাত্রদাহ নেই।
প্রায় ২০বছর ধরে সুখে দুঃখে পাশে থাকা জমিয়ত খেলাফতকে দিল ৬টি। যাদের মধ্যে দুইজন আছেন সাবেক এমপি। আর এই সেদিন যোগ দেয়া নাগরিক ঐক্যকে একাই দিল ৫টি। অথচ ওখানে তাদের কোনো কথা নেই।
যেই আসনে জেএসডি'র আ. রব সাহেব একেবারে গোহারা হারেন বিএনপির কাছে। সেই নিশ্চিত বিজয়ের আসনটিই ছেড়ে দিয়েছে বিএনপি তার জন্য। এ নিয়েও তাদের কোনো আফসোস নেই।
যত ক্ষোভ খেদ আর প্রতিক্রিয়া সব হুজুরদের নিয়ে। অজান্তেই মুখ দিয়ে বের হয়ে পড়ে, হায়রে ইসলামী মূল্যবোধ। তবে কি স্বার্থের বলি বৈ আর কিছুই নই আমরা?
ফেসবুক ওয়াল থেকে