আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের ৫৫-৬০টি আসন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সব মিলিয়ে শরিকদের ৫৫-৬০টি আসন দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি ৪০-৪২টি আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বে।’
শুক্রবার (৭ ডিসেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন চূড়ান্তের চিঠি দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের মোটামুটি ২৪০ জন প্রার্থী চূড়ান্ত। তবে দুই-একজন এদিক-ওদিক হতে পারে। আমরা জয়ী হতে পারে এমন প্রার্থী দেখেই মনোনয়ন দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শরিকদের মধ্যে বিকল্পধারা ৩ আসনে, ওয়ার্কার্স পার্টি ৫ আসনে, জাসদ ৩ আসনে, তরিকত ২ আসনে, জেপি-মঞ্জু ২ আসনে ও জাসদ-আম্বিয়ার ১ আসনে প্রার্থী নৌকা প্রতীকে লড়বে।
শনিবার (৮ ডিসেম্বর) মনোনয়নের পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘শরিকদের যারা আছেন তারা যদি আরও আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকে কয়েকটি আসন দিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাদের (আওয়ামী লীগ) ১৭টি আসনে একাধিক প্রার্থী ছিল। সেখান থেকে একজন করে এনেছি। তাদের চূড়ান্ত চিঠি দিয়েছি।’
কেপি