আওয়ার ইসলাম: গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। বুধবার মধ্যরাতে নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সোয়া ২টার দিকে শরিফপুররোড নতুনবাজর এলাকার মাহমুদা আলমের মালিকানাধীন টিনের দোকানঘরে আগুন লাগলে দ্রুত পাশের বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, আগুনে মাহমুদা আলমের ২টি দোকানঘর ও ১০টি বসতঘর এবং পারুল বেগমের ২টি দোকান ও ৬টি বসতঘর এবং মালামাল পুড়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন: পুড়ে গেছে সব ঘরের মালামাল
আরআর