আওয়ার ইসলাম: মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য মিয়ানমার এখনও নিরাপদ নয়। সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভোগেন তারা।
সেজন্য তারা প্রাণের তাগিদে জান রক্ষার জন্য বেছে নিচ্ছেন প্রবাসের মাটি।গত বছরের আগস্টে রাখাইনে চালানো ইতিহাসের জঘণ্য নির্মম অমানবিক সেনা অভিযানের পর থেকেই, বসতবাড়ি ছেড়ে পালাচ্ছে। রোহিঙ্গারা
গত রবিবার নৌপথে মালয়েশিয়ার পথে যাত্রা করেন প্রায় ৯৩ জন রোহিঙ্গা। তারা সবাই রাখাইনের সিত্তে আশ্রয় শিবিরের।
ভাগ্য তদেরকে সায় দেয়নি, যেকারণে তারা পালিয়েও বাঁচতে পারেনি। যালেমের হাত পৌছে যায় তাদের র্পযন্ত। আটক করে মিয়ানমার নৈবাহিনী। স্হানীয় জেলেদের তথ্যমতে অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, আশ্রয় শিবিরে তাদের ফেরত পাঠানো হয়। গত এক মাসে এ নিয়ে মালেশিয়াগামী তিনটি নৌকা আটক করে মিয়ানমার নৌবাহিনী।