আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে আরও আগেই।
তবে আজ সোমবার থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। দুপুর ২টার পর দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।
শুরুতেই রংপুর বিভাগের প্রার্থীদের হাতে দলীয় প্রত্যয়নপত্র তুলে দেন বিএনপি নেতারা। এতে সই করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রংপুর বিভাগে মনোনীতদের একটি তালিকা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সূত্র থেকে গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি।
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন চিঠি পেয়েছেন। রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলীকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে।
রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান ধানের শীষের টিকিট পেয়েছেন। রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা। রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে একক মনোনয়ন দেয়া হয়েছে। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগের প্রার্থী তালিকা আজ বিকালে ও রাজশাহী বিভাগের প্রার্থী তালিকা রাতে প্রকাশ করা হবে।
বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে।
ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ
দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক
দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর ও মোজাহার হোসেন
দিনাজপুর-৪ হাফিজ/আক্তারুজ্জামান মিয়া
দিনাজপুর-৫ রেজয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু
দিনাজপুর-৬ লুৎফর রহমান ও শাহিন
রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল হক
রাজশাহী-২ মিজানুর রহমান মিলু
রাজশাহী-৩ শফিকুল হক মিলন
রাজশাহী-৪ আবু হেনা
কুমিল্লা-২ রেদওয়ান আহমেদ (এলডিপি)
নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক
নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ
ফেনী-২ জয়নাল আবেদী ভিপি
ফেনী- ৩ আব্দুল আউয়াল মিন্টু
ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
ভোলা-৪ নাজিম উদ্দিন আলম
বরিশাল-১ জহিরুদ্দিন স্বপন
বরিশাল-২ মোয়াজ্জেম হোসেন আলাল
বরিশাল-৩ সেলিমা রহমান
বরিশাল-৪ রাজীব আহসান/মেজবাহ উদ্দীন
বরিশাল-৫ মজিবুর রহমান সারোয়ার
পটুয়াখালী ৩: হাসান মামুন
পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন
পাবনা-৫ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস
সিলেট-২ তাহসিনা রুশদির লুনা
মৌলভীবাজার-২ সুলতান মো. মুনসুর
নরসিংদী-১ খায়রুল কবীর
নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া
কোনো কোনো আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। ওই সব আসনে মনোনয়ন প্রত্যাহারের আগে একক প্রার্থী দেবে বিএনপি।
কোনো কোনো আসনে দুজন রাখা হচ্ছে এ কারণে যে, আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে।
তাই কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র দেয়া হচ্ছে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে।
প্রার্থীজটের কারণে জটিলতা তৈরি হওয়া আসনগুলোর ব্যাপারে আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই চূড়ান্ত করা হবে।