আওয়ার ইসলাম: নির্বাচনকালীন নিরাপত্তা ও ভোটের সময় সব ধরনের নাশকতা প্রতিরোধ নিশ্চিত করে সুষ্ঠু জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে আজ আলোচনায় বসেছে নির্বাচন কমিশন (ইসি) ও আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটের দিন এবং তার পূর্বাপর পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ১২ দফা নির্দেশনা দেয়া হবে।
এছাড়াও নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, দলটির এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৫২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকাও ইসিতে পৌঁছে দিয়েছে বিএনপি।
অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনী গুজব বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, ভোটের সময় জঙ্গি হামলাসহ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ নিরাপত্তার বিষয়ও আলোচ্যসূচিতে থাকবে।
এসএস