আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে নতুন করে ওয়াজ মাহফিলের অনুমতি না দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে ইতোমধ্যে যেসব ওয়াজ-মাহফিলের তারিখ নির্ধারণ করা আছে এবং প্রশাসনের অনুমতি নেয়া আছে সেগুলো করা যাবে। তবে এসব অনুষ্ঠানে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
এছাড়া বিশেষ কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে অনুষ্ঠান আয়োজন করা যাবে। নির্দেশনাটি বাস্তবায় করতে রিটার্নিং কর্মকর্তাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলেছে ইসি।
গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠিতে সই করেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। চিঠিটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
‘ওয়াজ মাহফিলে নির্বাচনের প্রচার করা যাবে না’
এসএস