শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কাশ্মীর ইস্যুতে ওআইসিকে শক্ত ভূমিকা রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

পাকিস্তান ও মালয়েশিয়াসহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওআইসিকে আরো কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মুহাম্মদ ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান।

সম্প্রতি ইমরান খানের মালয়েশিয়া সফরে মাহাথির মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎকালে যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, বিবৃতিতে তারা বলেন, বর্তমানে একটি শক্তিশালী জোট গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

মুসলিম উম্মাহর সমস্যার সমাধানে মালয়েশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধ প্রচেষ্টার ব্যাপারে একমত হন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দখলকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনায় তিনি ওআইসিকে ঐক্যবদ্ধভাবে কাশ্মীরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান মালয়েশিয়ার ভিসা সহজ করার কথাও বলেন।

দুই দেশের প্রধানমন্ত্রীর এ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষযয়ে আলোচনা হয়। নির্বাচনের সাফল্যে মাহাথির মুহম্মদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তা ও সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে জোড় দেয়া হয়।

এছাড়া ইসলামাবাদে পাকিস্তান ফ্রেন্ডশিপ সামিটের সভা অনুষ্ঠিত হওয়ার কথা কথা রয়েছে আগামী বছর, এ বিষয়েও সহযোগিতা কামনা করেন ইমরান খান।

উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। মাহাথির মুহাম্মদ পাকিস্তানের বর্তমান সংকট কাটিয়ে উঠতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

যৌথ বিবৃতিতে আরো বল হয়, দুর্নীতি অবসান ঘটাতে পাকিস্তান ও মালয়েশিয়া এক সঙ্গে কাজ করবে।

ইমরান খান ও মাহাথির মুহাম্মদ মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানে দেশনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ কোনো ধর্মের সঙ্গে যুক্ত হতে পারে না।

স্থায়ীভাবে সৌদির পাশে থাকার অঙ্গীকার ট্রাম্পের

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ