শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

তাবলিগের সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: তাবলিগ জামাতের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে দুই পক্ষকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

জানা যায়, কাল দুপুর ২ টা ৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ তাবলিগ জামাতের দুই পক্ষের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির লোকজন উপস্থিত থাকবেন।

বুধবার বিকেলে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামান।

এর আগেও তাবলিগে সৃষ্ট জটিলতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর কিছু বিতর্কিত মতামতকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা বর্তমানে প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। যার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে উলামায়ে কেরামের ওপর হামলার মতো ঘটনাও ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াসহ বেশকিছু স্থানে।

এ দ্বন্দ্ব নিরসনেই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তাবলিগ জামাতের মুরুব্বিদের মধ্যে শুরা সদস্য হাফেজ মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এছাড়াও বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ কয়েকজন সচিব উপস্থিত থাকবেন।

তাবলিগ জামাতের আলেম উপদেষ্টাদের মধ্যে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান ও আল্লামা ফরীদ উদ্দীন মাসউদও উপস্থিত থাকবেন এ বৈঠকে।

তাবলিগ জামাতের চলমান এ সঙ্কট দীর্ঘদিন ধরেই চলে আসছে। মাওলানা সাদ কান্ধলভীর আমির দাবি ও তার বিতর্কিত মতামতকে কেন্দ্র করে বিভক্তি শুরু হয়।

ভারতের দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে মাওলানা সাদ কান্ধলভীর বিতর্কিত বক্তব্য চিহ্নিত করে তার থেকে ফিরে আসার আহ্বান জানানো হয়। তবে দেওবন্দের শর্তানুযায়ী তিনি রুজু না করলে সঙ্কট ঘনিভূত হতে থাকে।

তবে উলামায়ে কেরাম আশা প্রকাশ করেছেন, শিগগির দেশে চলমান দ্বন্দ্ব নিরসন হবে এবং দাওয়াতি এ কাজে শান্তি ফিরে আসবে।

প্রকাশ্যে তাবলিগের বিভক্তি; নিরসনের পথ কী?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ