বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

নির্বাচনে যাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘোষিত তফসিলে জাতীয় ঐক্যফ্রন্ট আপত্তি করে পুনঃতফসিল চায় তারা। অন্য দিকে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম বিক্রিও শুরু করে দিয়েছে।

ফ্রন্টের নেতারা বলেছেন, তড়িঘড়ি করে, সংক্ষিপ্ত সময় দিয়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এটি সরকারেরই একটি এজেন্ডা, যাতে করে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন।

জানা গেছে, পুনঃতফসিলের দাবিতে আজ-কালের মধ্যেই নির্বাচন কমিশনে যাবে ঐক্যফ্রন্ট। একইসাথে সরকারের সাথেও আলোচনায় বসতে পারে তারা।

বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ ভেঙে দেয়াসহ সাত দফা দাবির সমাধান না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার অনুরোধ করেছিল ঐক্যফ্রন্ট।

কিন্তু সে দাবি উপক্ষো করেই গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী একাদশ সংসদ নির্বাচন হবে আগামী ২৩ ডিসেম্বর।

এর মধ্যে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৯ নভেম্বর, যাচাই-বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহার ২৯ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ৫ ডিসেম্বর।

তফসিল ঘোষণার পর অসন্তোষ প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের নেতারা। তফসিল ঘোষণার পরপরই বিএনপি স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেছেন।

২০ দলীয় জোটেরও মতামত নেয়া হয়েছে। বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ায় থাকার সিদ্ধান্ত নেয়া হলেও ঘোষিত তফসিল নিয়ে ঘোর আপত্তি ওঠে। এই তফসিলে কোনোভাবেই মনোনয়ন প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলে তারা মনে করছেন। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের বেশ সময় থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে কেন তফসিল ঘোষণা করা হলো, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতারা।

জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট মনে করছে, পুনঃতফসিল হতে হবে। নির্বাচন কমিশন অভিমুখে যে পদযাত্রা কর্মসূচির কথা বলা হয়েছে, সেটিও পালন করতে হবে।

স্থায়ী কমিটির এক নেতা বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার জন্য এটি খুবই সংক্ষিপ্ত সময়। এই সময় বাড়িয়ে পুনঃতফসিল দেয়া দরকার।

ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতে হবে। তারা ঘোষিত তফসিলের মধ্য দিয়ে এমন ফাঁদ পেতেছে যেন, আমরা নির্বাচন করতে না পারি। কিন্তু জনগণকে সাথে নিয়ে সব ফাঁদ ছিন্নভিন্ন করে ফেলা হবে। একতরফা নির্বাচন আমরা হতে দেবো না।

বিএনপির নীতিনির্ধারকেরা জানান, সাত দফা দাবির সুরাহা না হওয়ায় দলের মধ্যে অনেকেই আন্দোলনে যাওয়ার পক্ষে, কেউ কেউ আন্দোলন করে নির্বাচনে যাওয়ার পক্ষে।

আবার কেউ কেউ আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার পক্ষে। তবে দলের হাইকমান্ডের প্রায় সবাই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার পক্ষেই মত দিচ্ছেন।

কারণ হিসেবে তারা বলছেন, এখন আন্দোলন করলে নেতাকর্মীদের গ্রেফতার আরো বেড়ে যাবে, নির্যাতনের মুখ পড়তে হবে। এতে শক্তি ক্ষয় হবে। নির্বাচন করার মতো নেতাকর্মী থাকবে না। পোলিং এজেন্ট দেয়া কঠিন হয়ে পড়বে।

তাই নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনতে তাদের নেতাকর্মীরা যাতে মাঠে থাকতে পারে ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মোকাবেলা করতে পারে; সে প্রস্তুতি নেয়া হচ্ছে।

বিএনপি নির্বাচনে যাওয়ার বার্তা অনেক আগে থেকেই তৃণমূলে দিয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে সেই ঘোষণা আসবে বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইছেন তার দল মনোনয়নপত্র দাখিল করুক। দাখিলের পর তারা পর্যবেক্ষণ করবে নির্বাচনে সরকার কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করছে।

নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী অবস্থান নিয়েছে। যদি শেষ পর্যন্ত বিএনপি দেখে, নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করছে না, সেক্ষেত্রে আন্দোলন জোরদার করা হবে।

তালেবানের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া ভারত

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ