আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অপরাধ প্রমাণিত হলে খালেদা জিয়াসহ মামলার অপর আসামিদের সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী গণমাধ্যমকে এ কথা বলেন।
তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।’
খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলামও একই কথা বলেন। তবে তারা আশা করছেন আসামিরা নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন।
জানা যায়, সোমবার (২৯ আক্টোবর) এই মামলার রায় দেবেন ড. আখতারুজ্জামান। তিনি রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চলবে কিনা সেই বিষয়ে আইনজীবীদের আপিল আবেদনটি খারিজ হয়ে গেলে রায় ঘোষণা করবেন বিচারিক আদালত ।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন খালেদা জিয়াকে।
একইসঙ্গে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে।
আরো পড়ুন- ৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত