বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সিলেট মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে একঘরে করার ঘোষণা ঐক্যফ্রন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যেমে জনমত গড়ে তুলে আওয়ামী লীগকে একঘরে করে দেয়া হবে।

বুধবার দুপুরে সিলেটের রেজিস্ট্রি মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় সব রাজবন্দীদের মুক্তির পাশাপাশি সুষ্ঠ নির্বাচন ব্যবস্থারও দাবি জানান সাবেক এই মন্ত্রী।

দেশের মানুষের বাক স্বাধীনতার অধিকার কেড়ে নেয়া হয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, সরকারের ফরমায়েশি রায়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দিতে হবে। তা না হলে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

দুপুর ১ টা ৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশটি শুরু হয়। এতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সমাবেশ পরিচালনা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ের আন্দোলনে যাওয়ার পূর্বে প্রথমবারের মতো এ সমাবেশটির আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ