বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘এ গাছের ছাল, ও গাছের বাকল মিলে ঐক্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ আমাদের দেশ বাংলাদেশে সাংবাদিক, আদালত ও রাজনৈতিক প্রেক্ষাপচ সর্বক্ষেত্রে  মানুষ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি সৌদি আরবের সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করছেন। তিনি সফর সম্পর্কে বলেন, অন্য সময় সৌদি আরবে গিয়ে আমরা বলতাম লোক নেন আমাদের দেশ থেকে। এখন আমরা বলছি আসুন আমাদের দেশ। বিনোয়োগ করুন। উন্নয়নের ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করবো বলেও কথা দিয়েছি।

এমনিতেই কন্স্ট্রাকশন ও যুদ্ধক্ষেত্রে আমাদের দেশ সৌদিকে অনেক সহযোগিতা করেছে। আরো করবো আমরা। তবে তাদের থেকেও আমাদের অনেক বিষয়ে সহযোগিতার কথা রয়েছে।

নির্বাচনকালীন মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। অনেক কাজ করতে হবে। দু’তিন মাসের মধ্যে অনেকগুলো কাজ আমাদের করতে হবে। আমি দুই তিন মাসের মধ্যে কাজগুলো শেষ করতে চাই।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ ছোট হলে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হতে পারে। বর্তমান মন্ত্রিপরিষদ থাকলে সমস্যা কোথায়?

শেখ হাসিনা বলেন, প্রতিদিন ১৭-১৮টি করে প্রকল্প পাশ হচ্ছে। মন্ত্রীসভা ছোট করলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। তারপরও অপজিশন ডিমাণ্ড করলে করবো। না করলে যেভাবে আছে সেভাবেই থাকবে।

তিনি বলেন, মন্ত্রিসভা ছোটো করলে সে ক্ষেত্রে কোনো রকম বাধা হবে কি না সে বিষয়টি রয়ে গেছে। আমি রাষ্ট্রপতির সঙ্গে কথাও বলেছি।

নারী সাংবাদিককে কটূক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি নারী সাংবাদিকদের বলতে চাই, আপনারা নারীরা কি করেন? আপনারা প্রতিবাদ করেন। আইনশৃঙ্খলা বাহিনী যা করার করবে।

শেখ হাসিনা বলেন, তাকে হাইকোর্ট ৫ মাসের জামিন দিয়েছে। সেখানে আমার তো কিছু করার নেই। তিনি বলেন, আপনারা তাকে প্রশ্ন করেন তিনি কিভাবে একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে এত জঘন্য কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক সাফল্যের জন্য জোট গঠন হতেই পারে। তবে জোট কারা কারা গঠন করলো সেটাও দেখার দরকার আছে। দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য জোট গঠন করা হলে নিশ্চয়ই তা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।

এটুকুই বলবো, জোট গঠনের স্বাধীনতা সবারই আছে। কিন্তু মেয়েদের উদ্দেশ্যে মানহানিকর কথাবার্তা বলার স্বাধীনতা কাউকে দেওয়া হয়নি। তবে ভালো উদ্দেশ্যে জোট গঠন করা হলে তাকে স্বাগত জানাই।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন রাজনৈতিক স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। বিচার বিভাগের স্বাধীনতা আছে। ৭৫ এর পর মানুষ সর্বক্ষেত্রে স্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে সেটাকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, ‘কারা ঐক্য করেছে তা খেয়াল রাখতে হবে। দেখতে হবে কার কী অঙ্গভঙ্গি, কার কী বাচনভঙ্গি সেটা দেখতে হবে। এদের একজন মেয়েদের প্রতি কী ধরনের কটূক্তি করেছে সেটাও দেখেছেন। ঐক্যফ্রন্টে এ গাছের ছাল, ও গাছের বাকল যোগ দিয়েছে। আওয়ামী লীগ এটা নিয়ে দুশ্চিন্তা করছে না। বরং ভালোই হয়েছে সব ধরনের লোক মিলেই একটা জোট হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মানুষ এটাকে কীভাবে দেখছে সেটাই দেখার বিষয়। তারা রাজনৈতিকভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলে করুন। এখানে অসুবিধার তো কিছু নেই।’

উল্লেখ্য, সৌদি আরব সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করছেন। গত ১৬ অক্টোবর মঙ্গলবার থেকে ১৯ অক্টোবর শুক্রবার পর্যন্ত সৌদি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর প্রতিরক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

অারো পড়ুন-
সংবর্ধনার দাওয়াত নিয়ে গণভবনে যাচ্ছেন আল্লামা শফী
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ