আওয়ার ইসলাম: বর্তমানে দেশে ৩ কোটি দরিদ্র ও ১ কোটি হতদরিদ্র রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮’ অনুষ্ঠানে রোববার তিনি এই কথা বলেন। পিকেএসএফ অনুষ্ঠানটির আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর দুই শতাংশ হারে দারিদ্র্য কমানোর চেষ্টা করছি। সে হিসেবে আগামী ১০ বছরের মধ্যে দেশে দারিদ্রের হার শূণ্যের কোঠায় চলে আসবে। তবে তার জন্য আমাদের উন্নয়ন পরিকল্পনা ও যথাযথ উৎপাদনমুখী কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে।
তবে এমন নয় যে একেবারে দারিদ্র্য শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দারিদ্র থাকে। আমাদের সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
এমএ মুহিত বলেন, দরিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্জক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পিকেএসএফ সদস্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা প্রমুখ।
আরো পড়ুন-
এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!