শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

দারুল উলুম দেওবন্দে শিক্ষকদের বেতন বাড়ানোর উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহিদ আদনান
ভারত থেকে

সম্প্রতি বিশ্বের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দে অনুষ্ঠিত হলো মজলিসে শুরার বৈঠক৷ বৈঠকে প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্য স্টাফদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হয়েছে প্রতিষ্ঠানটির বাৎসরিক বাজেট৷

দুই দিনব্যাপী উক্ত বৈঠক গত রোববার সকাল নয়টায় শুরু হয়ে চলে গতকাল গভীর রাত পর্যন্ত৷ বৈঠক অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির মেহমান খানার নির্ধারিত কক্ষে৷

বৈঠকে অংশগ্রহণ করেন মজলিসে শুরার অধিকাংশ সদস্যই৷ বৈঠকে কয়েকটি খাতে পাশ করা হয়েছে নতুন নতুন প্রস্তাব৷

মিল্লাত টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, প্রথম দিন বৈঠকে শিক্ষা ও উন্নয়ন খাত নিয়ে আলোচনা হলেও দ্বিতীয় দিন আলোচনার বিষয় ছিলো প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বেতন বৃদ্ধি৷ এরপর পর্যায়ক্রমে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও হয়ে যায় মজলিসে শুরার বৈঠকে৷

জানা যায়, শিক্ষকদের বেতন আগামী বছর থেকে ৪ হাজার করে, অফিস সহকারীদের ৩ হাজার করে এবং অন্যান্য যেসব শ্রমিক রয়েছেন তাদের ২ হাজার করে বাড়বে।

সূত্র মতে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মজলিসে আমেলা ছাড়াও একটি খাছ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে ভারতের বর্তমান প্রতিকূল পরিস্থিত ও প্রতিষ্ঠানের বাজেট বৃদ্ধি নিয়ে আলোচনা হয় বিশেষভাবে৷

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

বাজেট বৃদ্ধির বিষয়ে এখনো পরিষ্কার জানা সম্ভব হয়নি যে পূর্বের নির্ধারিত বাজেটের সাথে অতিরিক্ত কতটুকু পর্যন্ত বাজেট বৃদ্ধি করা হয়েছে৷ তবে ধারণা করা হচ্ছে অন্যান্য বছরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই বাজেট বৃদ্ধি করা হয়েছে৷

অন্যান্য বছরগুলোতে সাধারণত পূর্বের বছরের তুলনায় প্রায় দেড় কোটি টাকার বাজেট বৃদ্ধি করা হতো৷ ধারণা করা হচ্ছে এবার প্রায় দুই কোটি টাকার বাজেট বৃদ্ধি পেয়ে থাকবে প্রতিষ্ঠানটির৷

মজলিসে শুরায় সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য যারা অংশ গ্রহণ করেছেন তারা হলেন, মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, শাইখুল হাদীস মুফতি সাঈদ আহমাদ পালনপুরী, মাওলানা ইব্রাহিম, মাওলানা হাকীম কালীমুল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরী, মুফতি আহমেদ খানপুরী, মাওলানা আনওয়ারুর রহমান, মুফতি আহমেদ খানপুরী, মাস্টার আনজার হোসেন মিয়া দেওবন্দী, মাওলানা মাহমুদ রাজস্থানী, মুফতি নিজামুদ্দীন গুজরাতী, মাওলানা আব্দুল সামাদ প্রমুখ।

সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত কওমি স্বীকৃতি বিরল ঘটনা: মুফতি ওয়াক্কাস

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ