আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের সদর উপজেলায় আগুন লেগে প্লাস্টিক কারখানা, একটি ডালের মিলসহ ছয়টি গুদামঘর পুড়ে গেছে।
রোববার রাতে মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রাত ১২টার দিকে বন্দরে ফরিদ মোল্লার প্লাস্টিকের কারখানার বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের গুদাম ও মিলে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর স্থানীয়রা ডালের গুদাম থেকে কিছু বস্তা সরিয়ে নিতে পারলেও প্লাস্টিক কারখানা ও কাঠের গুদামের কিছুই রক্ষা পায়নি বলে জানা যায়।
গুদাম ও মিলগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নতুন নামে শিগগির সরকারবিরোধী আন্দোলন
-আরআর