আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ সন্দেতে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে তারা এ বাড়ি ঘিরে রাখে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম মিডিয়াকে বলেন, আমরা আস্তানাটি ঘিরে ফেললে সেখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয়েছে।
তিনি বলেন, ঢাকা থেকে বোমা অপসারণকারী দল রওনা হয়েছে। তারা আসলেই আস্তানাটিতে ঢোকা হবে। শুরু হবে চূড়ান্ত অভিযান।
মিরসরাইয়ের জোরারগঞ্জ বিএসআরএম স্টিল মিল ও বারইয়ার হাঁটের মাঝামাঝি সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে অবস্থান নেয় জঙ্গিরা। বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।
র্যাব যাদের জঙ্গি বলে সন্দেহ করছে, তারা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছে বলে জানান তিনি। র্যাবের সন্দেহ, সেখানে চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে।
লালমনিরহাটে জঙ্গি সন্দেহে যুবলীগ নেতাসহ আটক ৫
-আরআর