আওয়ার ইসলাম: নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের দূষিত বর্জ্যের কারণে জমির ফসল নষ্ট হওয়া ও জোরপূর্বক জমি দখল বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে ৪১ জন ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণ চেয়ে ও ১৩ জন কৃষক জমি দখলের প্রতিকার চেয়ে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম মিডিয়াকে জানান, জমি দখলের প্রতিকার ও ক্ষতিপূরণের দাবী সম্মিলিত স্মারকলিপি পেয়েছি। আমরা বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে কারখানাটির বর্জ্য পানিতে মিশে নষ্ট করে দেয় একডালা এলাকার আয়চান এবং চাঁনপুর বিলের দুইশ হেক্টরের বেশি জমির ফসল। প্রাণ কারখানার ড্যাম্পিং সেকশনের এবং মার্কেট রিটার্ন পণ্যের বিষাক্ত বর্জ্য কারখানার চৌবাচ্চায় ভরে বৃষ্টির পানির সাথে ছড়িয়ে পড়ায় মরক দেখা দেয় পাশ্ববর্তী দুটি বিলের ধান, পানিফল, পাটসহ বিভিন্ন ফসলের।
এছাড়া ১৩জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমি জোরপূর্বক দখল করে কাটাতার দিয়ে ঘিরে দেয় প্রাণ এগ্রো লিমিটেড। যা নিয়ে এলাকায় প্রচুর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গরুর কোনো ধর্ম নেই, গরু ধর্মীয় প্রাণী নয়
-আরআর