বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


টাঙ্গইলে ছাত্রীদের শ্লীতাহানির দায়ে শিক্ষককে গণপিটুনি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান শিবলি: টাঙ্গাইলের বিন্দুবাসিনী গার্লস স্কুলের ছাত্রীদের শ্লীতাহানির দায়ে সাইদুর রহমান বাবুল নামে এক শিক্ষককে গনপিটুনি দিল অভিভাবকরা।

বিন্দুবাসিনী গার্লস স্কুলের ইংরেজি সহকারি শিক্ষক সাইদুর রহমান বাবুল গত ৯ মাস ধরে বিভিন্ন ছাত্রী ও অভিভাবকদের কুপ্রস্তাব দিয়ে আসছিল৷

বিষয়টি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে এই শিক্ষক এক ছাত্রীর সাথে শ্লীতাহানির চেষ্টা করলে এসময় অভিভাবকরা গণপিটুনি ও পরে পুলিশে সোপর্দ করেন৷

একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন

প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এত অল্প সময়ে কিভাবে বহুতল ভবনের মালিক হয়েছেন সে বিষয়টি পুলিশের কাছে অভিযোগ করা হয়৷ এসব খতিয়ে দেখার অনুরোধ অভিভাবকদের।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপ কালে শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই সাঈদুর রহমান বাবুল তাদের বিভিন্নভাবে কু-প্রস্তাব ও অশালীন মন্তব্য করে আসছিল। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদারকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা নেয়নি। বরং এ নিয়ে রোববার সকালে তারা (ছাত্রীরা) ক্লাসে আসলে প্রধান শিক্ষক এসে তাদের স্কুল থেকে বের করে দেয়ার ভয় দেখিয়ে সাঈদুর রহমান বাবুলের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে স্বাক্ষর নেয়।

পরে তারা সোমবার সকালে ক্লাস বর্জন করে ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। তারা সাঈদুর রহমান বাবুল ও প্রধান শিক্ষক মামুন তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

অভিভাবকরা জানান, দীর্ঘদিন যাবৎ আমরা প্রধান শিক্ষকের নিকট সাঈদুর স্যারের ব্যাপারে অভিযোগ দিয়ে আসছি কিন্তু তিনি কর্ণপাত করেন না। আমরা প্রধান শিক্ষকের অপসারণ চাই।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, জড়িত শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রী ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে মামলা করে আদালতে প্রেরণ করা হয় ।

পরবর্তিতে আদালত বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ৯০৬ ধারা মোতাবেক ১ বৎসরের কারাদন্ড প্রদান করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য সাঈদুর রহমান বাবুল কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বাংলাদেশ দখলের হুমকি ভারতীয় সাংসদের

https://www.facebook.com/JamunaTelevision/videos/1174516559366110/UzpfSTEwMDAwMTk3NzU5NTI1NToxMDU3NTQ5OTExMDc1Mzg0/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ