খুলনা প্রতিনিধি: খুলনার নিরালাস্থ মার্কাজ মসজিদে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে বিশেষ ওয়াজাহাতি জোড়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলেমদের পরামর্শে এবং দিক-নির্দেশনায় তাবলীগের কাজ না হলে তা পথভ্রষ্ট হয়ে যাবে। এ কারণে সাধারণ মানুষকে ওলামায়ে কেরামের সাথে থেকে দ্বীনের মেহনত করার আহ্বান জানিয়েছেন বক্তাগণ।
জোড়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ তাবলীগ জামাতের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদের শীর্ষস্থানীয় মুরুব্বীগণ।
খুলনা ও পাশ্ববর্তী জেলার দূর-দূরান্ত থেকে মুসল্লীগণ সকাল থেকেই জড়ো হয় জোড়ে। রবিবার সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয় এবং আম বয়ানের মাধ্যমে শেষ হয় রাত পৌনে ৯টায়।
চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের।
অনুষ্ঠানে অন্যানদের মাঝে বয়ান করেন কাকরাইল মারকাজের মুরব্বী মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল বার এবং ইঞ্জিনিয়ার আনিছুর রহমান।
খুলনার মুরুব্বীদের উপস্থিত ছিলেন মাওলানা রফিকুর রহমান, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা মুফতি আব্দুল্লাহ্ ইয়াহিয়া, মুফতি গোলামুর রহমান, মুফতি আব্দুল হাই, মুফতি নুরুল আমীন, মুফতি মাহবুবুর রহমান।
জোড়ে খুলনার সকল মাদরাসার শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র এবং সর্বস্তরের জনতা যোগ দেন।
মিরপুর ওয়াজাহাতি জোড় থেকে ৯ ঘোষণা
-আরআর