আওয়ার ইসলাম: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আলেম ওলামাদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তরিক ছিলেন।। জননেত্রী শেখ হাসিনাও সবসময় আলেম-ওলামাদের প্রতি আন্তরিক ছিলেন এবং থাকবেন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী আমবাগানে জামি’আ ছিদ্দীকিয়া প্রাঙ্গণে কওমি শিক্ষা কারিকুলামে সর্বোচ্চ স্তরে দাওয়ায়ে হাদীসকে (তাকমীল) সরকারিভাবে মাস্টার্সের সম্মান প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আলেম সমাজের ভালো কাজের সাথে এ সরকার সবসময় ঐক্যবদ্ধ আছে ও থাকবে।
তিনি আরো বলেন, যৌক্তিক ও যুক্তিসংগত ইসলামী শিক্ষার স্বীকৃতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সংসদে বিল আকারে প্রদান করা হয়েছে।
কুরআন ও হাদিস অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রকৃত মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। সব অশান্তির সমাধান রয়েছে ইসলাম ধর্মে। তাই সংশ্লিষ্ট আলেম ওলামাদের সমাজে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি না করে কুরআন ও হাদিস অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া উচিৎ।
ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, অধ্যক্ষ আল্লামা সামছুদ্দিন বুখারী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোস্তফা, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মুফতি আ. লতিফ, মুফতি মুজাহিদুল ইসলাম, মুফতি আ. মুমিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও মানপত্র পাঠ করেন মাওলানা আ. হাই নাটোরী।
আরও পড়ুন
মিরপুর ওয়াজাহাতি জোড় থেকে ৯ ঘোষণা
আমি ওদের বলেছি আপনারা অালেমদের সাথে বসুন: এমপি আসলাম
সাদ সাহেবের অনুসারীরা ব্যক্তিপূজা করছেন: আল্লামা জুনায়েদ বাবুনগরী
এখন থেকে মিরপুর মারকাজ আলেমরা চালাবেন: ইলিয়াস মোল্লাহ
মিরপুরে চলছে ওয়াজাহাতি জোড়; বয়ান করছেন আলেমগণ
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
-আরআর