বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা হিসেবে আখ্যা দেয়ার আহ্বান ট্রাম্প প্রশাসনের প্রতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো নির্যাতন ও হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাখাইনে মিয়ানমার সেনাদের চালানো কথিত ক্লিয়ারেন্স অপারেশনের বিরুদ্ধে এ আবেদনটি করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা। রয়টার্স

রোহিঙ্গা নিপীড়ন নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের দুদিন পর বুধবার এ আহ্বান জানায় তারা। প্রতিবেদনটিতে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে ঘোষণা করা হয়নি।

রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত ও নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনার ওপর একটি শুনানি অনুষ্ঠিত হয়। এতে কমিটির চেয়ারম্যান এড রয়সি আগামী দিনের কর্মপন্থা তুলে ধরেন।

তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ হবে এ অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়া। পাশাপাশি আন্তর্জাতিক গণসচেতনতা বৃদ্ধি, সমর্থন ও তাদের থামাতে এ নৃশংসতাকে সংজ্ঞায়িত করা খুবই গুরুত্বপূর্ণ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের দুদিন পর ‘বার্মিজ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা’ শিরোনামে এ শুনানি অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যা, গণধর্ষণ ও অন্যান্য নৃশংসতার জন্য সুপরিকল্পিত ও সমন্বিত অভিযান চালিয়েছে। এটি কোনো তাৎক্ষণিক হত্যাকাণ্ড ছিল না। সবই হয়েছে পূর্ব পরিকল্পিত।

উল্লেখ্য, মার্কিন সরকার এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করলে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ওয়াশিংটনের আইনগত উপলক্ষ তৈরি হবে। তবে সেটি করা হবে কিনা এ নিয়ে ট্রাম্প প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে: প্রধানমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ