বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পুলিশই চাঁদা আদায় করে পুলিশ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সহকর্মীদের থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে টাকা আদায়, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে দিতে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

এই কর্মকর্তা হলেন কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম। সার্কেলের অধীন দুটি থানায় কর্মরত অন্তত ৩০ জন পুলিশ সদস্য এএসপি শাহিদুলের বিরুদ্ধে অভিযোগ করেন।

এসব অভিযোগ তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এসংক্রান্ত একটি প্রতিবেদন গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তরে এসেছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে বলে সদর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তবে এএসপি শাহিদুল ইসলাম বলেছেন, একটি মামলায় আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন না দেওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিদুল ইসলামের অনিয়ম ও অনৈতিক আর্থিক লেনদেনের কারণে শ্রীপুর ও কালিয়াকৈর থানার পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিষয়টি অনুসন্ধান করার জন্য গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে গত ১৭ আগস্ট তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

গাজীপুর জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে কালিয়াকৈর ও শ্রীপুর থানার বেশ কয়েকজন সদস্যের জবানবন্দি উল্লেখ করা হয়েছে।

তাদের মধ্যে আছেন শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম, শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি-উত্তর) ওসি আমির হোসেন, কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মাসুদ আলম ও পরিদর্শক (অপারেশন) সানোয়ার হোসেন।

উল্লেখ্য, শাহিদুল ইসলাম গাজীপুরে যোগ দেন গত বছরের ২৬ এপ্রিল।

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ