আওয়ার ইসলাম: সহকর্মীদের থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে টাকা আদায়, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে দিতে বাধ্য করার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
এই কর্মকর্তা হলেন কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম। সার্কেলের অধীন দুটি থানায় কর্মরত অন্তত ৩০ জন পুলিশ সদস্য এএসপি শাহিদুলের বিরুদ্ধে অভিযোগ করেন।
এসব অভিযোগ তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এসংক্রান্ত একটি প্রতিবেদন গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তরে এসেছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে বলে সদর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
তবে এএসপি শাহিদুল ইসলাম বলেছেন, একটি মামলায় আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন না দেওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহিদুল ইসলামের অনিয়ম ও অনৈতিক আর্থিক লেনদেনের কারণে শ্রীপুর ও কালিয়াকৈর থানার পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি অনুসন্ধান করার জন্য গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে গত ১৭ আগস্ট তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
গাজীপুর জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে কালিয়াকৈর ও শ্রীপুর থানার বেশ কয়েকজন সদস্যের জবানবন্দি উল্লেখ করা হয়েছে।
তাদের মধ্যে আছেন শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম, শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি-উত্তর) ওসি আমির হোসেন, কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মাসুদ আলম ও পরিদর্শক (অপারেশন) সানোয়ার হোসেন।
উল্লেখ্য, শাহিদুল ইসলাম গাজীপুরে যোগ দেন গত বছরের ২৬ এপ্রিল।
এটি/আওয়ার ইসলাম
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক