আবদুল্লাহ তামিম: ঢাকার উত্তরার ১৪ নং সেক্টরের আয়েশা রা. মসজিদে আয়োজন শুরু হচ্ছে ৬ দিনব্যাপী দীনিয়াতের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহির শিক্ষা থেকে বঞ্চিত শতকরা ৯৮% জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ঈমান আকিদা ও দ্বীনের মৌলিক বিষয়গুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ কোর্স।
আগামী ৬ অক্টোবর ২০১৮ থেকে শুরু হয়ে ১১ অক্টোবর ২০১৮ পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কোর্স। এতে ধর্মপ্রাণ যে কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন বলে জানা গেছে।
দীনিয়াত শিক্ষা পদ্ধতির বাংলাদেশের দায়িত্বশীল মুফতি সালমান আহমদ বলেন, বিজ্ঞ উলামায়ে কেরামের দীর্ঘ গবেষণায় রচিত বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা থেকে বাঁচাতে এ দীনিয়াতের আবিস্কার।
উন্নত বিশ্বের দেশগুলােতে প্রচলিত এ শিক্ষাধারা এখন আমাদের দেশেও শুরু হয়েছে। সাধারণ মানুষকে এ কোর্স অনেক উপকৃত করবে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীরা নিচের ঠিকানায় যোগাযোগ করুন। নিকুঞ্জ-২, রােড-২,বাড়ি-৩৪। ০১৫৫৬-১০০২০০, ০১৮১৯৪৭৭৮৮৬।
এটি
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক