আওয়ার ইসলাম:রাজনৈতিক দলগুলোর সম্মতিতেই ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নরুল হুদা।
মঙ্গলবার( ২৫ সেপ্টেম্বর) বিকেলে, দিনাজপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখতিয়ার না থাকায় নির্বাচনকালীন সরকারের বিষয়ে কিছুই করবে না নির্বাচন কমিশন।
এ সময় কে এম নরুল হুদা বলেন, 'আমাদের সক্ষমতার বিষয়ে আমরা সন্দিহান নই। নির্বাচন পরিচালনার জন্যে যথেষ্ট প্রস্তুতি এবং সক্ষমতা আছে। ইভিএম তাদের আমরা দেখাবো বোঝাবো। ৩০০ আসনে ইভিএম ব্যবহার সম্ভব না। তবে আমরা শুরু করবো বিষয়টি। ম্যানুয়াল ভোটিং পদ্ধতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। '
এরদোগানের জন্য জীবন দিয়ে দেব (ভিডিও)
আরএম/