আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জে মিরকাদিম পৌরসভা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মালেক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভা নগর কসবা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, মালেক শীর্ষ মাদক ব্যবসায়ী। এ সময় মালেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। নিহত মালেক মুন্সীগঞ্জ পৌর এলাকার দক্ষিন ইসলামপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
র্যাব ১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এএসপি মহিতুল ইসলাম জানান, নিহত মালেক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় দুজন র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
আরএম-