হামিম আরিফ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় পার্টির সঙ্গে ঐক্য করেছে। জোড়ে শোরে প্রস্তুতি চলছে নির্বাচনের। সে লক্ষ্যে ৬০ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থেকে নির্বাচন করবে নাকি আলাদা সেটি এখনো চূড়ান্ত না হলেও নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই কেউ। যাচাই বাছাই করে উপযুক্ত প্রার্থীকে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন নেতারা।
খেলাফত ও রাজনীতি ইসলামী দৃষ্টিকোণ
এ বিষয়ে কেন্দ্রীয় একটি সূত্র আওয়ার ইসলামকে বলেছে, নির্বাচনে জাতীয় পার্টি কিভাবে অংশ নেবে আপাতত সেটি আলোচনার ইস্যুতে নেই। আগামী নির্বাচনে অংশ নেয়া ও সাফল্য আনাই মূল লক্ষ ধরে কাজ করছে নেতারা।
জানা যায়, যৌথভাবে নির্বাচনে ৬০ টি আসন চাইবে বাংলাদেশ খেলাফত মজলিস। আর এ লক্ষ্যেই আসন বাছাই করছে দলটি।
প্রার্থী চূড়ান্তের বিষয়ে দলের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় হাইকমান্ড ৬০ জন প্রার্থী মনোনয়নের জন্য চূড়ান্ত করেছে। তারা নির্বাচনি প্রচারণায় মাঠে ব্যস্ত সময় পার করছেন।
গত মাসে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় পার্টির সঙ্গে ৬ শর্তে নির্বাচনী জোট করে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ তখন বলেছিলেন, আলেমদের তিনি মহব্বত করেন এবং তাদের সংসদেও দেখতে চান।
সাবেক রাষ্ট্রপতির এমন আশ্বাস পেয়ে নির্বাচনি নিকাষে ব্যস্ত দলের কেন্দ্রীয় কমান্ড। সে অনুযায়ী দলটি ইতোমদ্যে ৬০ জন প্রার্থীকে প্রস্তুত করেছে।
চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন- দলের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান সিলেট-৬, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী নরসিংদী-৫, নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী বি-বাড়িয়া-১, মাওলানা রেজাউল করিম জালালী সিলেট-৫, যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শরীয়তপুর-১, মাওলানা আতাউল্লাহ আমীন কিশোরগঞ্জ-৬, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শরাফত হুসাইন ফরিদপুর-১, মুফতী হাবীবুর রহমান ময়মনসিংহ-৫।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান বি-বাড়িয়া-৩, কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ সুনামগঞ্জ-৩, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা ফেনী-৩, ঢাকা মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মুমিন ময়মনসিংহ-৭।
কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া ঢাকা-৮, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আব্দুর রহীম চাঁদপুর-৫সহ, মুফতি সুলতান আহমদ ঢাকা-৫, আলহাজ্ব আকরাম উল্লাহ ঢাকা-৭, মাওলানা আনোয়ার হোসাইন রাজী ঢাকা-১১, মাওলানা আব্দুল বাসেদ নরসিংদী-৩।
মাওলানা জয়নাল আবেদীন নরসিংদী-৪, মাওলানা এমদাদুল্লাহ নারায়নগঞ্জ-২, মাওলানা আব্দুল বাসেদ নারায়ণগঞ্জ-৩, মাওলানা হুমায়ূন কবীর নারায়ণগঞ্জ-৪, মাওলানা সিদ্দিক আহমদ নারায়ণগঞ্জ-৫, শায়খুল হাদীস মাওলানা আব্দুল করিম কিশোরগঞ্জ-১, মাওলানা জুবায়ের আহমদ কিশোরগঞ্জ-৩, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর কিশোরগঞ্জ-৪।
মাওলানা মঈনুল ইসলাম খন্দকার বি-বাড়িয়া-২, মাওলানা সগির আহমদ বি-বাড়িয়া-৪, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী কুমিল্লা-১, মুফতি রশিদ আহমদ ফরিদী কুমিল্লা-৪, আলহাজ্ব মাওলানা কাজী জয়নাল আবেদীন কুমিল্লা-৬, মাওলানা মুশাহিদুর রহমান কুমিল্লা-৮, মাওলানা মুনির হুসাইন নোয়াখলী-১।
মাওলানা আমির হুসাইন নোয়াখালী-২, মুফতি শহীদুল ইসলাম নোয়াখালী-৩, মাওলানা আব্দুল কাইয়ূম মামুন নোয়াখালী-৫, মাওলানা আবুল কাসেম ফেনী-১, মাওলানা আমির হুসাইন ফেনী-২, মাওলানা ফয়েজ উল্লাহ চাঁদপুর-১, মাওলানা ছানা উল্লাহ আমিনী চাঁদপুর-৩, মাওলানা মুহাম্মদ জুবায়ের চৌধুরী চট্রগ্রাম-১৪।
মাওলানা আফসার উদ্দীন চৌধুরী কক্সবাজার-৪, মাওলানা সামিউর রহমান মূসা সিলেট-১, হাফেজ রশীদ আহমদ সিলেট-২, মাওলানা আব্দুস সামাদ সিলেট-৪, মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী হবিগঞ্জ-১, মাওলানা জুনায়েদ আহমদ শাকির হবিগঞ্জ-২।
মাওলানা নোমান আহমদ হবিগঞ্জ-৩, মাওলানা ফারুক আহমদ নোমানী হবিগঞ্জ-৪, মাওলানা আব্দুল জলিল সুনামগঞ্জ-১, মাওলানা নূর উদ্দীন আহমদ সুনামগঞ্জ-২, মুফতি আজিজুল হক সুনামগঞ্জ-৪, মাওলানা আবুল কালাম সুনামগঞ্জ-৫, মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া মৌলভীবাজার-১।
চুয়াডাঙ্গার কওমি মাদরাসাগুলোয় উত্তোলন হবে জাতীয় পতাকা
মাওলানা আবুল কালাম আজাদ মৌলভীবাজার-২, মাওলানা লুৎফুর রহমান কামালী মৌলভীবাজার-৩, মাওলানা আব্দুল মতিন মৌলভী বাজার-৪, মাওলানা আমজাদ হুসাইন ফরিদপুর২, মাওলানা আব্দুল মোমিন জিহাদী রাজবাড়ি-২।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিবন্ধিত দল। দলের নিবন্ধন নম্বর ৩৩। প্রতীক হিসেবে বরাদ্ধ পেয়েছে রিকশা। এ প্রতীকেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে দলটির।
বিসফটি – বিস্তারিত জানুন