আওয়ার ইসলাম: গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নামে মহাসড়কে হয়রানি ও অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবি জানিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। দুপুরে শহরের একটি হোটেলে সভা হয়।
দাবি বাস্তবায়ন না হলে ১৫ অক্টোবর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এর আগে কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ জাতীয় সংসদে সড়ক পরিবহন বিল-২০১৮ পাস করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিক আপের রুট পারমিট ট্যাক্স টোকেন ও ফিটনেস সার্টিফিকেট নবায়নের জন্য সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন