বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পাকুন্দিয়ায় ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকুন্দিয়া প্রতিনিধি : দেশের ত্রি-ধারার শিক্ষা ব্যবস্থার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌর বাজারস্থ উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি সাকিবুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ইসলামী আন্দোলন (হাতপাখা মার্কার) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সালাহ উদ্দিন রুবেল।

সুপ্রভাত মাদরাসা

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি বরকত হুসাইন, জেলা ইশা ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ বিন রশিদ, আলিয়া মাদরাসা সম্পাদক ফাইজুল ইসলাম।

বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাও: তোফায়েল আহমাদ, অর্থ সম্পাদক জাকারিয়া সেলিম, ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইমরান বিপ্লবী, ইশা ছাত্র আন্দোলনের সহ সভাপতি নূরুল জান্নাত মান্না, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ, ছাত্রনেতা সুলতান আফজাল আইয়ূবী প্রমুখ।

এসময় ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা কার্যালয় চত্বর থেকে বের হয়ে দলীয় পতাকা ও মাইকে বিভিন্ন সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ