আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
বুধবার ভোর রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান এ খবরের সত্তা নিশ্চিত করেছেন।
নিহত ফরিদ মিয়া রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার মৃত বালাই মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে। নিহত ফরিদ রূপগঞ্জ থানা ও র্যাব-১১’র তালিকার এক নম্বর মাদক ব্যবসায়ী বলে জানান র্যাব কর্তৃপক্ষ।
ফরিদ মিয়া দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জে ফেনসিডিল ব্যবসার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এ কারণে সে জেলার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কাছে ফেন্সি ফরিদ নামে পরিচিতি লাভ করে। পরে পাশাপাশি ইয়াবার ব্যবসার নিয়ন্ত্রণ নেয়।
সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
আরএম-