বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কাজ করছিল’ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা

তুহিন হত্যা মামলা: ঘাতক মুন্নার ফাঁসি দাবি হাটহাজারী ছাত্র জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

‘হাটহাজারীতে স্কুলছাত্রী তুহিনের ঘাতক মুন্নার ফাঁসি না হলে আগামীতে এমন মুন্না সমাজে আরো তৈরী হবে। স্ব-ঘোষিত এ খুনির ফাঁসি না হলে বাংলাদেশে অাইন অাছে বলে কিছু বাকি থাকবে না। প্রশাসনের সক্রিয় ভূমিকা রেখে অনতিবিলম্বে এর ফাঁসি কার্যকর করতে হবে।’

আজ (১৯ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় হাটহাজারী উপজেলা শাখা  ছাত্র জমিয়ত বাংলাদেশ উদ্যোগে হাটহাজারী উপজেলা পরিষদ এর সামনে স্কুলছাত্রী তাসনিম সুলতানা তুহিন এর নৃশংস হত্যাকারী শাহনেয়াজ মুন্নার ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা জাফর আহমদ এসব কথা বলেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি এম ফোরকান অালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধন পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা নিজাম সাঈদ।

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা এমরান সিকদার বলেন, “কুলাঙ্গার মুন্নার অনতিবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। সে হাটহাজারীর মাটি দূষিত করেছে।”

এতে আরো বক্তব্য রাখেন হাটহাজারী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব মুহাম্মাদ হুসাইন। তিনি ফাঁসির দাবি জানিয়ে বলেন, “এই কুখ্যাত খুনি আমাদের কোমলমতি, নিষ্পাপ মেয়েকে খুবই নির্মমভাবে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই।”

সভাপতির বক্তব্যে এম ফুরকান আলী বলেন, “তুহিন হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। মুন্নাকে উক্তি শেখানো হয়েছে। আমরা আমাদের বোনের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”

এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী পার্বতী মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মিয়া, উত্তরজেলা ছাত্র জমিয়ত সভাপতি সাইফুর রহমান,ছাত্রনেতা শরিফুল ইসলাম, মোহাম্মদ, সাইফুল ইসলাম, জামিল আহমদ, গুলজার সাঈদ,মাহমুদুল হাসান,দিদারুল আলম,তাওহীদুল ইসলাম,বিনইয়ামিন,হাটহাজারী কলেজের ছাত্র ফরহাদ অাহমদসহ উপজেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ