বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ব্যাপক উদ্দীপনায় ইশা ছাত্র আন্দোলনের সদস্য সংগ্রহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত ‘সদস্য সংগ্রহ পক্ষ-২০১৮’ শুরু হয়েছে গতকাল। আগামী ৩০ তারিখ পর্যন্ত সারা দেশব্যাপি চলবে নতুন সদস্য সংগ্রহ করণের লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম।

রোববার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের বেশ সরব দেখা গেছে। ফেসবুক জুড়ে সারাদিনই দেখা গেছে তাদের কার্যক্রমের খণ্ডচিত্র।

প্রথম দিন সদস্য সংগ্রহে মাঠে উপস্থিত থাকতে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফসহ অন্যান্য নেতাদের। সর্বস্তরের ছাত্রদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম দিনের দাওয়াতি কার্যক্রম সম্পন্ন করেছে দলটি।

ইসলামী রাজনীতির ভূমিকা

এ নিয়ে ঢাকা মহানগর পূর্বের ‘সদস্য সংগ্রহ পক্ষ-২০১৮’ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইশা ছাত্র আন্দোলনের স্কুল বিষয়ক সম্পাদক বশির ইবনে জাফর বলেন, আমরাই একমাত্র সংগঠন যারা সর্বধারার ছাত্রদের নিয়ে সমানভাবে কাজ করে যাচ্ছি।

অন্যান্য সংগঠনগুলো হয় স্কুল-কলেজ বা ভার্সিটি কেন্দ্রিক, নয় শুধু মাদরাসা কেন্দ্রিক, কিংবা কেউ কেউ সর্বধারার ছাত্রদের কথা বলে থাকলেও কাজে তেমনটা দেখা যায় না। আমরা সেই জায়গাটিতেই সবার চেয়ে আলাদা।

তিনি বলেন, আমরা স্কুল-কলেজ ভার্সিটি এবং কউমি-আলিয়া সব জায়গায় কাজ করে যাচ্ছি। পৌঁছে দিচ্ছি বিপ্লবের বার্তা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলামের প্রকৃত শিক্ষা এবং তার বাস্তবায়নই মানুষকে চিরস্থায়ী শান্তি দিতে পারে এবং সে শিক্ষায় বা সে পথে কোন রাষ্ট্র পরিচালনা হলে তা হবে নববী যুগের ন্যায় পরিপক্ক।

আমাদের কর্মীরা জ্ঞানার্জনে শ্রেষ্ঠত্ব যেমন পেতে চায় তেমনি আমল ও আখলাকেও পরিশুদ্ধতার সাক্ষর রাখতে চায়। সংঘবদ্ধভাবে ইসলামের আদর্শ আঁকড়ে থেকে এ দেশে শান্তির স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।

সদস্য সংগ্রহ অভিযানে মাঠে থাকা অন্যান্য নেতৃবৃন্দ জানান, আমাদের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য নেতাগণ যেখানে মাঠে নেমে আমাদেরকে উদ্দীপনা দিচ্ছেন সেখানে আমাদের আর বসে থাকার সুযোগ নেই।

আমাদের অগ্রযাত্রাকে আরো দৃঢ় ও পরিপক্ক করে তুলতে আমরা ব্যাপকভাবে দাওয়াত নিয়ে যাচ্ছি সমাজের প্রতিটি পথে পথে।

উল্লেখ্য, প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে মুক্তি দিয়ে কল্যাণের পথ দেখানোর উদ্দেশ্য নিয়ে যাত্রা করে সংগঠনটি।

দলটি প্রতিবছরই নতুন সসদ্য সংগ্রহের জন্য সারাদেশে বিশেষ দাওয়াতি সফর করে থাকে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ