আওয়ার ইসলাম: ভারতের বিখ্যাত যোগগুরু বাবা রামদেব বলেছেন, গরুর কোনো ধর্ম নেই, গরু ধর্মীয় প্রাণী নয়। ভারতে গরুকে ধর্মীয় প্রাণী হিসেবে মূল্যায়ন করে হিন্দুরা। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এনডিটিভির একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি একজন বিজ্ঞানসম্মত সন্ন্যাসী। আমার সংস্থা পতঞ্জলিতে ৩০০ এর বেশি বিজ্ঞানী কাজ করে। আর আমাদের পণ্যগুলো ১০০ শতাংশ খাঁটি। রামদেবের পতঞ্জলি সংস্থায় বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক পণ্য তৈরি হয়।
রামদেব আরো বলেন, আমি টাকার পিছনে ছুটি না কিন্তু টাকাই আমার পিছনে ছুটে। আমার কোন দল নেই, আবার আমি সব দলের।
বাবা রামদেবের এমন বক্তব্যে উগ্র হিন্দুত্ববাদীরা বিরুদ্ধে বেজায় চটেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে রামদেবের এই বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
আরও পড়ুন - আসামের পর উড়িষ্যায় এনআরসি, তালিকা থেকে বাদ যাচ্ছেন বাংলাদেশীরা
সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার