আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে লঘু অপরাধে কারাবন্দি ১৪২ জনকে মুক্তি দেয়া হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের আদালত থেকে তারা মুক্তি পান।
এই ১৪২ বন্দির মধ্যে চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। রবিবার তারা আদালতে আত্মপক্ষ সমর্থন করলে প্রত্যেকে জামিনে মুক্তি পান। এমনকি তাদের অনেকে মামলা থেকে অব্যাহতিও পেয়েছেন।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় প্রধানমন্ত্রীর নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।’
পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান আইজি প্রিজন।
বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্তে কাকরাইল
সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
আরএম/