ইশতিয়াক সিদ্দিকী
আওয়ার ইসলাম
মানবসেবা নবি সা. এর আদর্শ ও মুসলমানদের ঐতিহ্য। তবে দুঃখের বিষয় আমরা আমাদের ঐতিহ্যকে সময়ের গড্ডালিকা প্রবাহে হারিয়ে ফেলছি।
গতকাল ১৪ই সেপ্টেম্বর উত্তর চট্টগ্রাম রাউজান সায়্যিদুশ শুহাদা মাদরাসা মিলনায়তনে 'রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনে'র দ্বি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আ.ফ.ম. খালিদ হোসেন এসব কথা বলেন।
মাওলানা হাজি ইউসুফের সভাপতিত্বে ও রাউজান ইসলামি নবজাগরণ সংগঠনের সভাপতি মুহাম্মদ হানিফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. আ.ফ.ম. খালিদ আরো বলেন, মাশাআল্লাহ্! ইসলামী নবজারণ সংগঠন অসহায়-অনাথদের পাশে দাঁড়াচ্ছে, গরিব-দুঃখীদের সাধ্যানুযায়ী সহযোগিতা করছেন- এটাই ইসলামের শিক্ষা।এটাই ইসলাম শিক্ষা দেয়।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান এমদাদুল ইসলাম মাদরাসার শায়খুল হাদিস আল্লামা ইলিয়াছ, আল-আমিন সংস্থার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, কান্দিপাড়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ফজলুল হক, রাউজান এমদাদুল ইসলাম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সোলাইমান।
ফতেহ নগর ক্বাসেমুল উলুম তা'লিমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা ইসহাক আল মক্কী, রাউজান ইসলামি নবজাগরণ সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রওফ, আরব নগর আরবিয়া আনোয়ারুল উলূম মাদরাসার পরিচালক ও জমিয়তুল উলামা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা কে, এম, আলমগীর মাসউদ।
মাওলানা নাছির উদ্দীন, সওদাগর পাড়া আজিজিয়া আনছারুল উলুম মাদরাসার পরিচালক মাও. অলি আহমদ, কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলুম মাদরাসার পরিচালক ক্বারী মাও।
শহিদুল্লাহ, খলিলাবাদ মদিনাতুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক এইচ, এম উসমান, সুলতানপুর দারুস সালাম মাদরাসার পরিচালক মাওলানা আবু দারদা মাসুম, দলই নগর মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হোছাইন,
হলদিয়া সুলতান নগর দারুল হেদায়ত মাদরাসার পরিচালক মাওলানা ইয়াছিন।ৎ
দক্ষিণ গহিরা সৈয়্যদা বদরুন্নেছা তা'লিমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, বদুপাড়া রহমানিয়া হোছাইনিয়া ফয়জুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা আহমদ শফি, লাম্বুরহাট হোছাইনিয়া জামেউল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হারুন।
পলোয়ানপাড়া দারুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা কলিমুল্লাহ সাহেব দেওয়ানপুর মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবদুল জলিল, গশ্চি এমদাদুল উলুম মাদরাসার পরিচালক।
মাও. শফিউল আলম, কোয়েপাড়া হাজী বাদশা মা'বিয়াতা'লিমুল কোরআন একাডেমীর পরিচালক মাও. বখতেয়ার হোছাইন,কচুখাইন আহমদিয়া দারুল হিকমাহ আল ইসলামিয়ার পরিচালক মাওলানা, খালেদ সাইফুল্লাহ,
পাহাড়তলী খৈয়াখালী দারুল উলুম একাডেমীর পরিচালক মাওঃ আবুল কাসেম।
এছাড়াও আখতার হোসাইন, আব্দুল আওয়াল মাসুদ, মাওলানা সাইফুল্লাহ আরিফ উদ্দীন, মাওলানা ইরফান সোলাইমান, হাফেজ হারুনুর রশিদ, মহি উদ্দিন,মাওলানা শোয়াইব, আতাউল্লাহ বুখারী, মাওলানা ইবরাহিম ফুয়াদ, এরশাদুল ইসলাম, সাহাবুদ্দীন, শোয়াইব আবছার, রাশেদুল ইসলাম।
মুহাম্মদ একরাম হোসেন, আব্দুর রহিম ও সাইফুল্লাহসহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত দ্বি-বর্ষিক সম্মেলনে আরব আমিরতসহ রাউজানের বিভিন্ন এলাকাভিত্তিক মোট ৭ টি উপ-কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়।
আরো পড়ুন
তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন