আওয়ার ইসলাম: রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের ব্যবস্থাপনায় শতাধিক কর্মীদের উপস্থিতিতে এক ‘কর্মী সভা’ অনুষ্ঠিত হয়।
সকাল নয়টায় শুরু হওয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মুস্তাকিম বিল্লাহ বলেন ইসলামের প্রকৃত শিক্ষা আমরা মানুষকে বুঝাতে পারিনি।
আর সেজন্যই ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষ অন্ধকারাচ্ছন্ন। ইসলাম বলতে এখনো অনেক মানুষ শুধু নামাজ-রোজা, হজ্জ-যাকাত ইত্যাদি মৌলিক জিনিসগুলোকে বুঝে থাকে।
অথচ ইসলাম রাস্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারব্যবস্থা সহ মানব জীবনের সকল দিক সুস্পষ্ঠভাবে ব্যক্ত করেছে। যা অনুসরণের মধ্য দিয়েই পূর্ণাঙ্গ ইসলাম।
পবিত্র কুরআনে পরিপূর্ণভাবেই ইসলামে প্রবেশের নির্দেশনা এসেছে। অতএব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মীকে সর্বাগ্রে নিজে ইসলামের পরিপূর্ণ শিক্ষা বুঝে সমাজের সর্বস্তরে তা ছড়িয়ে দিতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন নগর পূর্ব শাখার সহ সভাপতি আখতারুজ্জামান মাহদি, সাধারণ সম্পাদক মাহদি হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাকারিয়া সহ নগরের অন্যান্য নেতৃবৃন্দ।
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন