আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের শোলকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
বুধবার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ হাবিবুল্লাহর আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান।
পুলিশ সুপার জানান, এ মামলায় ২৩ জনের সম্পৃক্তা পাওয়া গেছে।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ১৮জন এরই মধ্যে নিহত হয়েছে। বাকি ৫ আসামি কারাগারে রয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন: জাহিদুল হক ওরফে তানিম (২৪), জেএমবির শীর্ষ নেতা মিজানুর রহমান ওরফে বড় মিজান (৬০), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আ. সবুর খান ওরফে সোহেল মাহফুজ (৩৩), জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী (৩২)। আসামিরা বর্তমানে কারাগারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত, কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত), মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই (ঈদ-উল-ফিতরের দিন) শোলাকিয়া মাঠের পাশে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হন।ওই হামলার দীর্ঘ তদন্ত শেষে আটক ৫ আসামির সম্পৃক্তার প্রমাণ পায় তদন্তকারী দল।পরে তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।
আরও পড়ুন : ‘যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে’
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/