আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফা নিহতের মামলায় গঞ্জেরাজ পরিবহনের চালককে গ্রেফতার করেছে র্যাব-১২। গতরাতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ৯ সেপ্টেম্বর বাসের মালিককে গ্রেফতারের পর আদালতে হস্তান্তর করা হয়। এ সময় চালকও আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালত।
পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বাতিল করে আদেশ দেয়া হয়। এরপরই অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক মহিদ মিয়াকে গ্রেফতার করে র্যাব।
গত ২৮ আগস্ট কুষ্টিয়া শহরের চৌড়হাস পাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় রিনা খাতুনকে ধাক্কা দেয়। এসময় তার কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুকন্যা আকিফা।
পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়াসহ ৩ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন শিশুর বাবা।
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন