আওয়ার ইসলাম: পিরোজপুরের আওয়ামী লীগের নেত্রী ও ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানি রহমানের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে একদল মুখঢাকা যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করেন এ্যানি রহমান।
জানা যায়, ঢাকা থেকে মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে পিরোজপুরের যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর শহরের হোটেল বিলাশ চত্বরে তার গাড়ি বহরে ২০-২৫ জন যুবক হামলা চালায়।
মুখে কাপড় বাঁধা যুবকরা তাদের লক্ষ্য করে গুলি করে বলে দাবি করেন এ্যানি রহমান।
আত্মরক্ষার জন্য তার স্বামী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন নিজের লাইসেন্সকৃত পিস্তল থেকে ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, হামলার বিষয়ে আমরা তদন্ত করছি।
এদিকে ঘটনার পর হামলার প্রতিবাদ জানিয়ে শহরে এ্যানি রহমানের সমর্থকরা বিক্ষোভ করেছেন। তবে অনেকেই বলছে এ ঘটনা সাজানো।
উল্লেখ্য, এ্যানি রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা এবং পিরোজপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এনায়েত হোসেন খানের মেয়ে।
-আরআর
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন