আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
নিহতরা হলেন, চট্টগ্রামের লোহাগড়া উপজেলা আধুনগর এলাকার আহমদ হোসেনের ছেলে খায়ের আহমদ (৪০), কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মনসুর আহমদের ছেলে জহির আহমদ (৩২) ও একই এলাকার সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭)। অন্যদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি বখতিয়ার।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
স্থানীয়রা জানান, লেগুনাটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি বখকিয়া আহমেদ চৌধুরী বলেন, দুর্ঘটনার পর চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
পরে চকরিয়ার ইউনিক হাসপাতালে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: যা আছে সংসদে উত্থাপিত কওমি মাদরাসা বিলে
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/