আবদুল্লাহ তামিম: যুক্তরাষ্ট্রকে রক্ষায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নানান এজেন্ডা ব্যর্থ করে দেয়ার চেষ্টায় রত, খোদ হোয়াইট হাউসের বেশকজন কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে, এই খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলছে, এই খবর মোটেই সঠিক নয়।
ক্ষমতায় আসার আগে থেকেই, প্রশ্নের বানে জর্জরিত প্রেসিডেন্ট ট্রাম্প। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, অবৈধ অভিবাসী বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করাসহ বেশকিছু পদক্ষেপ নিয়ে, কড়া সমালোচনার মুখে পড়েন তিনি।
এবার নিজের প্রশাসনেই গুপ্ত বিরোধিতার মুখে ট্রাম্প। তার নীতিকে, অস্বাভাবিক আর অবিবেচকের মতো মনে করছেন, তারই প্রশাসনের কেউ কেউ।
তাই, তারা চেষ্টা করছেন, যাতে ট্রাম্পের নেয়া বিতর্কিত পদক্ষেপগুলো সফল না হয়। নাম প্রকাশের অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে, বুধবার এমন খবরই উঠে এসেছে, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পাতায়।
ট্রাম্প প্রশাসন বলছে, খবরটি পুরোপুরি ভুয়া। যিনি এই খবর লিখেছেন, তাকে কাপুরুষ বলতেও ছাড়ছে না হোয়াইট হাউস।
ট্রাম্প বলেন,দুই বছরে আমরা যা করেছি, তা কেউ করে দেখাতে পারেনি। যিনি এসব কথা বলছেন, তিনি নিজেই ব্যর্থ। নিউইয়র্ক টাইমসও ব্যর্থ।
আমি যখন এই পদে থাকবো না, তখন টাইমস ও সিএনএনের মতো ভুয়া সংবাদ মাধ্যমগুলোও টিকতে পারবে না।
এদিকে, উদ্বিগ্ন ডেমোক্র্যাট সিনেটররা। প্রতিবেদনটিকে গুরুত্ব সঙ্গেই দেখছেন তারা। ম্যাসাচুসেটস সিনেটর এড মার্কে বলেন,যুক্তরাষ্ট্র নজিরবিহীন এক অবস্থায় আছে।
নাম গোপন রেখে ওয়াইট হাউসের ভেতরের কথা লিখতে হচ্ছে। এটা খুবই আশঙ্কাজনক। এটা খুবই গুরুত্বপূর্ণ। এমন একজনকে ট্রাম্প নিয়োগ দিয়েছেন, যিনি ভেতরের তথ্য ফাঁস করে দিচ্ছেন।
কদিন আগে, জাতিকে ট্রাম্পের হাত থেকে রক্ষা করতে, হোয়াইট হাউসে সম্ভাব্য প্রশাসনিক অভ্যুত্থানের কথা উল্লেখ করে, একটি বই প্রকাশ করেন লেখক বব উডওয়ার্ডস।
সূত্র: সিএনএন
বিসফটি – বিস্তারিত জানুন
আরো পড়ুন-
‘সমকামী নারীকে প্রথমেই বেত্রাঘাতে ইসলামের গুণাবলি প্রকাশ পায়নি’
জেরুসালেম থেকে দূতাবাস সরানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো প্যারাগুয়ে
‘আমাকে একটু বেশি মানুষ রিসিভ করেছে এতে দোষের কী?’