আওয়ার ইসলাম: গাজীপুরে বাসচাপায় শিউলি (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই বাসে অগ্নিসংযোগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিউলী সালনা এলাকার বিকম পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একটি বাস শিউলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুদ্ধ সহকর্মীরা এবং স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এ ছাড়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত পৌনে ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
ইদলিব ইস্যুতে রাশিয়া, সিরিয়া ও ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
আরএম/